উপকূলে সুপেয় পানির তীব্র সংকট
ঘরের আশপাশে নদী-খালে অথৈ জল। কিন্তু তার একফোঁটাও ব্যবহারোপযোগী নয়। তা লবণাক্ত, নয়তো দূষিত। তাই, সন্ধ্যা নামার আগেই সুপেয় পানি সংগ্রহে এক কিলোমিটার দূরের নলকূপে গিয়েছেন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাজার পাড়া গ্রামের গৃহবধূ শাহনাজ আক্তার। নিজেদের নলকূপে পানি ওঠছে না প্রায় দুই বছর। তাই পানি সংগ্রহ ক