Ajker Patrika

প্রকৌশলীকে মারধর করায় রাজাখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের পেকুয়ায় প্রকৌশলীকে মারধরের ঘটনায় রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পেকুয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে সরকারি কর্মচারীকে কর্তব্যরত কাজে বাধাদান ও মারধরের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় নজরুল ইসলাম সিকদার বাবুলসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পেকুয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিম রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায় প্রকল্প পরিদর্শনে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী দলবল নিয়ে উপস্থিত হন ইউপি চেয়ারম্যান বাবুল। সেখানে সরকারি কাজে বাধা দিলে প্রকৌশলী আব্দুল আলিম প্রতিবাদ করে। এতে বাবুল তাঁর শার্টের কলার টানাহেঁচড়া করে লাথি, কিলঘুসি মেরে মাটিতে ফেলে দেন। এ সময় চেয়ারম্যানের সঙ্গে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রকৌশলীকে লোহার রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্য শরীরে বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাত করেন। বেশি মারধর করলে প্রাণ রক্ষার্থে প্রকৌশলী পালিয়ে পার্শ্ববর্তী একটি ঘরে অবস্থান নেন। 

এ বিষয়ে প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আমাকে মোবাইলে বিষয়টি অবহিত করলে আমি জেলা নির্বাহী প্রকৌশলীকে অবগত করি। তিনি কক্সবাজারের পুলিশ সুপারের মাধ্যমে পুলিশি সহায়তায় আহত আব্দুল আলিমকে উদ্ধার করেন। পরে তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে পুলিশ সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত