ইয়াসিন লাশ হয়ে ফিরলেন বাড়ি
‘সকাল সাতটার দিকে তিনি বাড়ি থেকে বের হচ্ছিলেন। সে সময় আমার রান্না শেষের দিকে। বের হওয়ার সময় আমি তাঁকে বলেছিলাম, খেয়ে যাও। তিনি বলেছিলেন, পাঁচ মিনিটের জন্য আসছি। তার সেই যাওয়াই যে শেষ যাওয়া হবে বুঝতে পারিনি। তিনি ফিরলেন, তবে লাশ হয়ে। এ কষ্ট এখন আমি কেমন করে সইব।’