ইসলামে ভ্রমণের গুরুত্ব
ইসলামে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। ভ্রমণ মানুষের জ্ঞানের দুয়ার খুলে দেয়, মন উদার করে, চোখ-কান খুলে দেয়। পবিত্র কোরআনে ১৩ বারের বেশি ভ্রমণের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘তবে কি তারা পৃথিবীতে ভ্রমণ করে না, যাতে তাদের অন্তর অনুধাবন করতে পারত এবং তাদের কান সত্য কথা শুনে নিত।’