বেড়ানোর সাত আকর্ষণ
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়সলেক, পারকি বিচ, ওয়ার সিমেট্রি এসব তো ঘুরে ফিরে দেখেছেন অনেকেই। কিন্তু খৈইয়াছড়া ঝরনা, নাপিত্তাছড়া ঝরনা, কমলদহ ঝরনা, সুপ্তধারা আর সহস্রধারা ঝরনায় গিয়েছেন কি? সাম্প্রতিক সময়ে এসব ঝরনা এবং সীতাকুণ্ড ও হালিশহরের সাগরপাড় ঘিরে তৈরি হয়েছে পর্যটনের নতুন সম্ভাবনা।