বিশ্ববিদ্যালয়জীবন থেকেই হতে পারে গবেষণার হাতেখড়ি
বিশ্ববিদ্যালয়জীবন মানেই শুধু ক্লাস, অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার চক্রে আবদ্ধ থাকা নয়। বরং এই সময়টা হতে পারে নিজের জ্ঞান, দক্ষতা ও চিন্তাশক্তিকে গড়ে তোলার এক অসাধারণ সুযোগ। এরই একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে গবেষণা—নতুন কিছু জানার ও খোঁজার প্রক্রিয়া।