সড়কে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে সড়কে প্রাণ গেল চাঁদপুরের ২ এসএসসি পরীক্ষার্থীর। পরীক্ষা শেষ করে তারা ঘুরতে বের হয়েছিলেন। এ ছাড়াও দেশের পৃথক ৩টি স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের ফুলপুরে ২ জন, রংপুরের কাউনিয়া এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ জন করে মারা যান।