বিদেশে কোটাবিরোধী বিক্ষোভে পাকিস্তানিরা অংশ নেয়: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ বিদেশে বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভে প্রবাসী পাকিস্তানিরা অংশ নিয়েছেন। এতে প্রমাণ হয়, বিএনপি-জামায়াত চক্র এসব বিক্ষোভ আয়োজনে পাকিস্তানিদের সহায়তা নিয়েছে।