বাড়ছে পদ্মার পানি নির্ঘুম রাত চারঘাটে
ফারাক্কা থেকে নেমে আসা পানিতে বাড়ছে পদ্মার পানি, সঙ্গে বাড়ছে ভাঙনের আশঙ্কা। এ কারণে নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মাপারের হাজারো মানুষ। গত সাত দিনে উপজেলার সদর ইউনিয়ন ও ইউসুফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার জমি, ফসল ও গাছপালা পদ্মায় বিলীন হয়েছে।