স্তূপের লাশ উদ্ধারে গিয়ে নিজেই লাশ হন সুমন
আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত ৫ আগস্ট ঢাকার অদূরে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে নির্বিচার গুলিবর্ষণ, গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুনের খবর শুনে লাশ উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন শত শত মানুষ। সেই দলে ছিলেন সুমন ইসলামও (২১)। এরই মধ্যে পুলিশের করা গুলি এসে লাগে সুমনের মাথায়। এতে নিহত হন তিনি।