পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুন্তি রানী (৩০) নামে এক নার্স নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট সংলগ্ন চুলিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করেছেন।
কুন্তি রাণী ও আরেক যাত্রী একটি অটোরিকশায় দেবীগঞ্জ থেকে সাকোয়া যাচ্ছিলেন। অটোরিকশাটি চুলিয়ার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে কুন্তি রাণী ঘটনাস্থলেই নিহত হন। কাইয়ুম নামে আরেক যাত্রী আহত হন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত কুন্তি রাণী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের সরকারপাড়া এলাকার প্রীতিময় কুমার বর্মণের স্ত্রী।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কুন্তি রাণী ও আরেক যাত্রীকে নিয়ে দেবীগঞ্জ থেকে সাকোয়া যাচ্ছিল অটোরিকশা। অটোরিকশাটি চুলিয়ার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দুই যাত্রীকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কুন্তি রাণীকে মৃত ঘোষণা করেন। অপর আহত যাত্রী কাইয়ুমকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মাইক্রো বাসটিকে আটক করে পুলিশে দেন। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।
মাইক্রোবাসে ২৫০ মি. লি. স্পিডের (কোমল পানীয়) বোতলের মধ্যে বাংলা মদ পাওয়া গেছে। চালক মদ্যপ অবস্থায় মাইক্রোবাস চালাচ্ছিলেন বলে ধারণা করেন সহকারী পুলিশ সুপার রুনা লায়লা।
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুন্তি রানী (৩০) নামে এক নার্স নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট সংলগ্ন চুলিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করেছেন।
কুন্তি রাণী ও আরেক যাত্রী একটি অটোরিকশায় দেবীগঞ্জ থেকে সাকোয়া যাচ্ছিলেন। অটোরিকশাটি চুলিয়ার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে কুন্তি রাণী ঘটনাস্থলেই নিহত হন। কাইয়ুম নামে আরেক যাত্রী আহত হন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত কুন্তি রাণী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের সরকারপাড়া এলাকার প্রীতিময় কুমার বর্মণের স্ত্রী।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কুন্তি রাণী ও আরেক যাত্রীকে নিয়ে দেবীগঞ্জ থেকে সাকোয়া যাচ্ছিল অটোরিকশা। অটোরিকশাটি চুলিয়ার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দুই যাত্রীকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কুন্তি রাণীকে মৃত ঘোষণা করেন। অপর আহত যাত্রী কাইয়ুমকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মাইক্রো বাসটিকে আটক করে পুলিশে দেন। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।
মাইক্রোবাসে ২৫০ মি. লি. স্পিডের (কোমল পানীয়) বোতলের মধ্যে বাংলা মদ পাওয়া গেছে। চালক মদ্যপ অবস্থায় মাইক্রোবাস চালাচ্ছিলেন বলে ধারণা করেন সহকারী পুলিশ সুপার রুনা লায়লা।
রোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
১ ঘণ্টা আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
১ ঘণ্টা আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
১ ঘণ্টা আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
১ ঘণ্টা আগে