এক মাসেই ফ্লপের হ্যাটট্রিক!
পরিণীতি চোপড়া অভিনীত বলিউডি সিনেমা ‘সাইনা’র অবস্থা করুণ! মুক্তির দিন ২৬ মার্চ এ সিনেমা ভারতের বক্স অফিসে সংগ্রহ করে মাত্র ২২ লাখ রুপি। মুক্তির পরের দিন অর্থাৎ শনিবার ‘সাইনা’র সংগ্রহ বাড়ে ১০ শতাংশ, সংগ্রহ করে ২৫ লাখ রুপি। আর সাপ্তাহিক ছুটির দিন রবিবার এ সিনেমা সংগ্রহ করে মাত্র ২৩ লাখ রুপি।