প্রণোদনার সরিষাবীজে কপাল পুড়ল কৃষকের
নীলফামারীর ডিমলায় সরকারি প্রণোদনার সরিষাবীজ বপন করে কপাল পুড়েছে শতাধিক বিঘা জমির কৃষকের। তাঁরা বলছেন, নিম্নমানের বীজ হওয়ায় অনেক খেতে গাছ বড় হলেও দানা নেই। কিছু কিছু খেতে চারাই হয়নি। তবে কৃষি বিভাগের দাবি, বিরূপ আবহাওয়া ও সঠিক সময়ে বীজ বপন না করার কারণে এই অবস্থা হয়েছে।