সৈয়দপুরে কুয়াশা কেটে যাওয়ার ৫ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে বিমান চলাচল শুরু হয়। এর আগে সকাল ৭টা থেকে ঘন কুয়াশার কারণে শিডিউল অনুযায়ী এয়ার এসট্রা (৭-১৫ মি.), ইউএস-বাংলা (১০-১০ মি.), নভোএয়ার (১০-৩০ মি.) ও বাংলাদেশ বিমান (১১-৩০ মি.) সৈয়দপুর..