‘নকল ভলিউমে’ বাল্যবিয়ে
‘৫ থেকে ৭ টাকা দিয়ে কেনা যায় একেক শিট কাগজ। এ রকম ২০-২৫টা শিট দিয়ে বানানো হয় নকল ভলিউম বই। ছেলে বা মেয়ের বিয়ের বৈধ বয়স না হলে সেই খাতাতেই বিয়ে লিপিবদ্ধ করা হয়। নিবন্ধন ফি নেওয়া হয় উচ্চহারে। দুই পরিবারের কেউই জানতে পারে না, বিয়েটি আইনসম্মতভাবে রেজিস্ট্রি হয়নি।’