দানব যত শক্তিশালী হোক ভয়ের কোনো কারণ নেই
আমি মানসিকভাবে একটু আপসেট ছিলাম। কারণ আমার মা আমাদের ছেড়ে চলে গিয়েছেন অজানা দেশে। (গত ২৫ জুলাই মারা যান তাঁর মা মমতাজ বেগম।) আমি যখন বাড়ি থেকে বের হতাম, আমার মায়ের কথাই বেশি মনে হতো। তাই প্রচারের প্রথম দিকে আমি একদমই স্বাভাবিক হতে পারিনি। আর প্রথম দিকে একটু অসুস্থও ছিলাম, ঠান্ডা, কাশিতে আক্রান্ত ছিল