‘যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সে-ই চাকু দিয়ে আমার চেহারা কাটে’
‘নরপশুর মতো নির্যাতনের পরেও আমি কেন মরে যাইনি, সেটাই ওর রাগ। লজ্জায়, মান সম্মানের ভয়ে আমি এত দিন কথা বলি নাই। কিন্তু এখন আমার সন্তানকে অ্যাসিড মারার হুমকি দিচ্ছে। তাই আর চুপ থাকতে পারলাম না।’ —আজ রোববার আজকের পত্রিকাকে কথাগুলো বলছিলেন স্বামীর নির্যাতনের শিকার নারী তাসনিম সারা প্রিয়া