নলডাঙ্গায় পেঁয়াজ ওঠায় কমছে দাম
নাটোরের নলডাঙ্গায় চারা জাতের হালি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। এতে সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে মূল্য প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা কমেছে। এখন প্রকারভেদে ৩৫ থেকে ৩৭ টাকা দরে কেনাবেচা হচ্ছে। আর পুরোনো কন্দ জাতের পেঁয়াজ প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা কমে এখন তা ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।