দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ১৮, অস্ত্র উদ্ধার
নরসিংদীতে পৃথক অভিযান চালিয়ে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গত রোববার ও সোমবার নরসিংদী সদর, পলাশ, রায়পুরা ও মাধবদী থানা এলাকায় পৃথক ৪টি অভিযানে তাঁদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।