নাচগান ও কবিতা আবৃত্তির মাধ্যমে নবান্ন উৎসব পালিত
‘কাটিয়া আনোরে ধান, আগোনে হবে নবান, নয়ালী ধানের ক্ষীর পিঠা ও পাকান।’ -শীর্ষক গানের ব্যানারে জয়পুরহাটে নবান্ন উৎসব পালনে গান, নৃত্য, আবৃত্তি ও গীতিনাট্য অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় পর এমন আয়োজন দেখতে ভিড় জমিয়েছিল বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।