চাল কিনতে ভোরেই সারিতে
কয়েক দিন ধরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তি। এতে সাধারণ মানুষ চাল, ডাল, আট, সবজি ও তেল কিনতে হিমশিম খাচ্ছেন। তাই নিম্ন আয়ের মানুষ স্বল্প আয়ে সংসার চালাতে চাল ও আটা কেনার জন্য খাদ্য অধিদপ্তরের পরিচালিত ওএমএস (ওপেন মার্কেট সেল) ভরসা।