নেত্রকোনায় হাওরপাড়ে পড়েছিল অটোচালকের বস্তাবন্দী লাশ
নেত্রকোনার কেন্দুয়ায় হাওরের পাড়ে এক অটোরিকশাচালকের বস্তাবন্দী লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রিকশা ছিনতাই করার জন্য তাঁকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। নিহত ব্যক্তির নাম রাসেল মিয়া (২৫)। তিনি মদন উপজেলার কুলিয়াটি গ্রামের আবুল মিয়ার ছেলে।