গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে নাইম মিয়া (২৩) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পুলিশ ৯৯৯-এ কল পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
নাইম মিয়া উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের দাওয়াদাইর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে ও গাজীপুর ভাওয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে দাওয়াদাইর দাখিল মাদ্রাসা মাঠে বসে নাইম মিয়া মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তাঁকে ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্বজনেরা জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই সোহেল মিয়া বলেন, ‘পূর্বশত্রুতার জেরে একটি পক্ষ ভাইয়ের ওপর হামলা চালায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি ভাই হত্যার বিচার চাই।’
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, ‘নাইম মিয়ার বিরুদ্ধে পাগলা থানায় ছয়টি মামলা রয়েছে। এসব নিয়ে বিবাদীদের সঙ্গে বিরোধ ছিল। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।’
ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে নাইম মিয়া (২৩) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পুলিশ ৯৯৯-এ কল পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
নাইম মিয়া উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের দাওয়াদাইর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে ও গাজীপুর ভাওয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে দাওয়াদাইর দাখিল মাদ্রাসা মাঠে বসে নাইম মিয়া মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তাঁকে ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্বজনেরা জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই সোহেল মিয়া বলেন, ‘পূর্বশত্রুতার জেরে একটি পক্ষ ভাইয়ের ওপর হামলা চালায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি ভাই হত্যার বিচার চাই।’
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, ‘নাইম মিয়ার বিরুদ্ধে পাগলা থানায় ছয়টি মামলা রয়েছে। এসব নিয়ে বিবাদীদের সঙ্গে বিরোধ ছিল। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।’
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনে শুধু তাদের আর্থিক ক্ষতিই হয়নি, অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্ডারেও ক্ষতি হবে। এতে মাঠপর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ওষুধ শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ায় দেশের স্বাস্থ্য খাতে বিরূপ প্রভাব...
৯ মিনিট আগেবগুড়ার শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দাদার নাম শাবান আলী (৭৫)। তিনি চন্ডিপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত নাতি মো. রানা (২৪) পলাতক রয়েছেন।
৪০ মিনিট আগেফরিদপুরের সালথায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হুসাইন (৪৭) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় দুই শিক্ষার্থীসহ আহত হয়েছে আরও চারজন। তাদের মধ্যে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগেটিকটকে পরিচয়ের সূত্রে বিয়ের প্রলোভনে কিশোরীকে ডেকে নেন যুবক। এরপর মাদকের আখড়ায় আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাঙামাটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে