খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার কুয়েট সড়কের নিরিবিলি রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাফওয়ান আহমেদ ইফাজ (২২)। তিনি নগরীর টুটপাড়া মোল্লা এলাকার বাসিন্দা মহসিন জমাদ্দারের ছেলে এবং অপরজন এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আলসাত রাজিম (২২)।
সূত্রে জানা যায়, আহত দুই শিক্ষার্থী কুয়েট রোডে নিরিবিলি রেস্তোরাঁর সামনে অবস্থান করছিলেন। বিকেল পৌনে ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ইফাজের বাঁ হাতে আঘাত করে এবং তাঁর সঙ্গে থাকা রাজিমকে কিলঘুষি মেরে আহত করে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেন।
আহত শিক্ষার্থী সাফওয়ান আহমেদ ইফাজ বলেন, ‘যারা আমাদের মেরে আহত করেছে, তাদের আমরা চিনি না। আর আমাদের ওপর কেন এ হামলা, তার হিসাব করতে পারছি না।’
এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘এ রকম ঘটনা শুনেছি। কোথায় এ হামলা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে কুয়েট এলাকায় গিয়ে খবর নিচ্ছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
এদিকে আহত দুই শিক্ষার্থী কুয়েট শাখা ছাত্রদলের কর্মী বলে দাবি করা হয়েছে। তাঁদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে মহানগর ছাত্রদল। রাত ১০টার দিকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার কুয়েট সড়কের নিরিবিলি রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাফওয়ান আহমেদ ইফাজ (২২)। তিনি নগরীর টুটপাড়া মোল্লা এলাকার বাসিন্দা মহসিন জমাদ্দারের ছেলে এবং অপরজন এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আলসাত রাজিম (২২)।
সূত্রে জানা যায়, আহত দুই শিক্ষার্থী কুয়েট রোডে নিরিবিলি রেস্তোরাঁর সামনে অবস্থান করছিলেন। বিকেল পৌনে ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ইফাজের বাঁ হাতে আঘাত করে এবং তাঁর সঙ্গে থাকা রাজিমকে কিলঘুষি মেরে আহত করে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেন।
আহত শিক্ষার্থী সাফওয়ান আহমেদ ইফাজ বলেন, ‘যারা আমাদের মেরে আহত করেছে, তাদের আমরা চিনি না। আর আমাদের ওপর কেন এ হামলা, তার হিসাব করতে পারছি না।’
এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘এ রকম ঘটনা শুনেছি। কোথায় এ হামলা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে কুয়েট এলাকায় গিয়ে খবর নিচ্ছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
এদিকে আহত দুই শিক্ষার্থী কুয়েট শাখা ছাত্রদলের কর্মী বলে দাবি করা হয়েছে। তাঁদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে মহানগর ছাত্রদল। রাত ১০টার দিকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা চট্টগ্রামসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।
৩ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে খাদ্য মজুত আছে ১৫ লাখ টন। যা গত বছরের চেয়ে তিন লাখ টন বেশি। আজ বুধবার দুপুরে ময়মনসিংহে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুত ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
৯ মিনিট আগেরাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীসেবায় হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানা অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
১২ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ‘জুলাই ৩৬’ স্মৃতিফলক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৮ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ স্মৃতিফলকের উদ্বোধন করেন ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
১৬ মিনিট আগে