দুর্গাপুরে অবাধে বিক্রি হচ্ছে লাইসেন্সবিহীন এলপি গ্যাস সিলিন্ডার
রাজশাহীর দুর্গাপুরে মুদি, ইলেকট্রনিকস, কসমেটিকস, সিরামিকস সব ধরনের দোকানে অবাধে বিক্রি হচ্ছে, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই এলপি গ্যাস সিলিন্ডার, পেট্রলসহ বিভিন্ন দাহ্য পদার্থ। এতে প্রশাসনের কোন নজরদারি নেই। ফলে যেখানে সেখানে অবৈধভাবে মজুত করে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বেচাকেনা বাড়ছে।