অসহায়দের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের উদ্যোগে শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল। আজ বুধবার সকালে বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. তৌহিদুর রহমান।