মাটির সংসার তছনছ করে কী পাচ্ছি আমরা
এক দলা মাটি কেবলমাত্র একদলা মাটি নয়। মৃত্তিকা-বাস্তুসংস্থান এক জটিল সংসার। এখানে মাটির রাসায়নিক উপাদান আছে, অণুজীব আছে, ঘুমিয়ে থাকা বীজদানা আছে, আছে কত সহস্র প্রাণ প্রজাতি। তথাকথিত সবুজ বিপ্লব মাটির এই সংসারকে বুঝতে চায়নি। এক দলা মৃত্তিকা-পরিবারের সকল সদস্যকে খুন করে কেবল মাটিকে বিবেচনা করেছে শস্য-উ