দাবানল থেকে বাঁচতে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক যন্ত্র উদ্ভাবন তরুণের
স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপণ যন্ত্র উদ্ভাবন করেছে এক তরুণ। তার এ উদ্ভাবনের নাম দেওয়া হয়েছে ফায়ার-অ্যাক্টিভেটেড-ক্যানিস্টার-এক্সটিংগুইশার (এফএসিই)। যন্ত্রটি একটি সেন্সরের মাধ্যমে কাজ করে। যা একটি নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত হলে ভেতরে থাকা গ্লিসারিন উপাদান ফেটে পরিবেশবান্ধব অগ্নিনিরোধক স্প্রে ছড়িয়ে দেয়।