মালয়ালম ছবির মধ্যে দ্রুততম শত কোটি রুপির ক্লাবে ‘দ্য গোট লাইফ’
চলতি বছরের শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে মালয়ালম সিনেমা। প্রথম তিন মাসেই একাধিক ব্লকবাস্টার এসেছে এ ইন্ডাস্ট্রি থেকে। তালিকায় আছে ‘আব্রাহাম ওজলার’, ‘মালাইকোট্টাই ভালিবান’, ‘প্রেমালু’, ‘ব্রহ্মাযুগম’ ও ‘মঞ্জুম্মেল বয়েজ’। এবার এ তালিকায় যুক্ত হলো পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ‘দ্য গোট লাইফ’। শুধু তাল