আরও একদফা পিছিয়েছে নাগা অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র মুক্তি। মুক্তি স্থির হয়েছে আগামী ২৭ জুন। ছবি মুক্তির নতুন দিন জানিয়ে একটি পোস্টার রিলিজ করেছেন নির্মাতারা। তার পর থেকেই হলিউডের ছবি ‘ডিউন’-এর সঙ্গে ‘কল্কি’র মিল নিয়ে চর্চা শুরু হয়েছে।
ওই পোস্টারে দীপিকা পাড়ুকোনের লুকের সঙ্গে ‘ডিউন’-এ জেন্ডেয়া অভিনীত চরিত্রের বেশ সাদৃশ্য দেখা গেছে। প্রভাসের চরিত্ররূপের সঙ্গে টিমোথি শ্যালামের লুকেরও যথেষ্ট মিল পেয়েছেন নেটিজেনরা।
কল্কি পুরাণের ওপর ভিত্তি করে সাই-ফাই ছবি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। তাঁর সিনেমার সঙ্গে যে ‘ডিউন’-এর সাদৃশ্য নিয়ে আলোচনা চলছে তা জানেন পরিচালক। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি।
নাগ অশ্বিনের কথায়, ‘হলিউডের বিভিন্ন ছবির সঙ্গে ‘‘কল্কি’’র মিল নিয়ে কথা হচ্ছে। ‘‘ডিউন’’-এ মরুভূমি, বালি ছিল, আমার এখানেও আছে। তাই এটাও হলিউডের সিনেমাটির মতো হয়ে গেল? আসলে আমরা এই ছবির প্রোডাকশন আন্তর্জাতিক মানের করার চেষ্টা করেছি। দর্শক যাতে দুর্দান্ত ভিজ্যুয়াল উপভোগ করতে পারেন।’
উল্লেখ্য, ‘মহাভারত’-এর শেষ থেকে সিনেমাটির গল্প শুরু, যা সমাপ্ত হবে ২৮৯৮ এডি-তে। ‘কল্কি’তে দীপিকা ও প্রভাস ছাড়া অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং কমল হাসান। অমিতাভ বচ্চনের লুক প্রশংসিত হয়েছে সমাজমাধ্যমে। আগামী ২৭ জুন ‘কল্কি’ বড় পর্দায় মুক্তি পাবে।
আরও একদফা পিছিয়েছে নাগা অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র মুক্তি। মুক্তি স্থির হয়েছে আগামী ২৭ জুন। ছবি মুক্তির নতুন দিন জানিয়ে একটি পোস্টার রিলিজ করেছেন নির্মাতারা। তার পর থেকেই হলিউডের ছবি ‘ডিউন’-এর সঙ্গে ‘কল্কি’র মিল নিয়ে চর্চা শুরু হয়েছে।
ওই পোস্টারে দীপিকা পাড়ুকোনের লুকের সঙ্গে ‘ডিউন’-এ জেন্ডেয়া অভিনীত চরিত্রের বেশ সাদৃশ্য দেখা গেছে। প্রভাসের চরিত্ররূপের সঙ্গে টিমোথি শ্যালামের লুকেরও যথেষ্ট মিল পেয়েছেন নেটিজেনরা।
কল্কি পুরাণের ওপর ভিত্তি করে সাই-ফাই ছবি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। তাঁর সিনেমার সঙ্গে যে ‘ডিউন’-এর সাদৃশ্য নিয়ে আলোচনা চলছে তা জানেন পরিচালক। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি।
নাগ অশ্বিনের কথায়, ‘হলিউডের বিভিন্ন ছবির সঙ্গে ‘‘কল্কি’’র মিল নিয়ে কথা হচ্ছে। ‘‘ডিউন’’-এ মরুভূমি, বালি ছিল, আমার এখানেও আছে। তাই এটাও হলিউডের সিনেমাটির মতো হয়ে গেল? আসলে আমরা এই ছবির প্রোডাকশন আন্তর্জাতিক মানের করার চেষ্টা করেছি। দর্শক যাতে দুর্দান্ত ভিজ্যুয়াল উপভোগ করতে পারেন।’
উল্লেখ্য, ‘মহাভারত’-এর শেষ থেকে সিনেমাটির গল্প শুরু, যা সমাপ্ত হবে ২৮৯৮ এডি-তে। ‘কল্কি’তে দীপিকা ও প্রভাস ছাড়া অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং কমল হাসান। অমিতাভ বচ্চনের লুক প্রশংসিত হয়েছে সমাজমাধ্যমে। আগামী ২৭ জুন ‘কল্কি’ বড় পর্দায় মুক্তি পাবে।
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
৬ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
৬ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১৯ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১ দিন আগে