আরও একদফা পিছিয়েছে নাগা অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র মুক্তি। মুক্তি স্থির হয়েছে আগামী ২৭ জুন। ছবি মুক্তির নতুন দিন জানিয়ে একটি পোস্টার রিলিজ করেছেন নির্মাতারা। তার পর থেকেই হলিউডের ছবি ‘ডিউন’-এর সঙ্গে ‘কল্কি’র মিল নিয়ে চর্চা শুরু হয়েছে।
ওই পোস্টারে দীপিকা পাড়ুকোনের লুকের সঙ্গে ‘ডিউন’-এ জেন্ডেয়া অভিনীত চরিত্রের বেশ সাদৃশ্য দেখা গেছে। প্রভাসের চরিত্ররূপের সঙ্গে টিমোথি শ্যালামের লুকেরও যথেষ্ট মিল পেয়েছেন নেটিজেনরা।
কল্কি পুরাণের ওপর ভিত্তি করে সাই-ফাই ছবি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। তাঁর সিনেমার সঙ্গে যে ‘ডিউন’-এর সাদৃশ্য নিয়ে আলোচনা চলছে তা জানেন পরিচালক। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি।
নাগ অশ্বিনের কথায়, ‘হলিউডের বিভিন্ন ছবির সঙ্গে ‘‘কল্কি’’র মিল নিয়ে কথা হচ্ছে। ‘‘ডিউন’’-এ মরুভূমি, বালি ছিল, আমার এখানেও আছে। তাই এটাও হলিউডের সিনেমাটির মতো হয়ে গেল? আসলে আমরা এই ছবির প্রোডাকশন আন্তর্জাতিক মানের করার চেষ্টা করেছি। দর্শক যাতে দুর্দান্ত ভিজ্যুয়াল উপভোগ করতে পারেন।’
উল্লেখ্য, ‘মহাভারত’-এর শেষ থেকে সিনেমাটির গল্প শুরু, যা সমাপ্ত হবে ২৮৯৮ এডি-তে। ‘কল্কি’তে দীপিকা ও প্রভাস ছাড়া অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং কমল হাসান। অমিতাভ বচ্চনের লুক প্রশংসিত হয়েছে সমাজমাধ্যমে। আগামী ২৭ জুন ‘কল্কি’ বড় পর্দায় মুক্তি পাবে।
আরও একদফা পিছিয়েছে নাগা অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র মুক্তি। মুক্তি স্থির হয়েছে আগামী ২৭ জুন। ছবি মুক্তির নতুন দিন জানিয়ে একটি পোস্টার রিলিজ করেছেন নির্মাতারা। তার পর থেকেই হলিউডের ছবি ‘ডিউন’-এর সঙ্গে ‘কল্কি’র মিল নিয়ে চর্চা শুরু হয়েছে।
ওই পোস্টারে দীপিকা পাড়ুকোনের লুকের সঙ্গে ‘ডিউন’-এ জেন্ডেয়া অভিনীত চরিত্রের বেশ সাদৃশ্য দেখা গেছে। প্রভাসের চরিত্ররূপের সঙ্গে টিমোথি শ্যালামের লুকেরও যথেষ্ট মিল পেয়েছেন নেটিজেনরা।
কল্কি পুরাণের ওপর ভিত্তি করে সাই-ফাই ছবি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। তাঁর সিনেমার সঙ্গে যে ‘ডিউন’-এর সাদৃশ্য নিয়ে আলোচনা চলছে তা জানেন পরিচালক। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি।
নাগ অশ্বিনের কথায়, ‘হলিউডের বিভিন্ন ছবির সঙ্গে ‘‘কল্কি’’র মিল নিয়ে কথা হচ্ছে। ‘‘ডিউন’’-এ মরুভূমি, বালি ছিল, আমার এখানেও আছে। তাই এটাও হলিউডের সিনেমাটির মতো হয়ে গেল? আসলে আমরা এই ছবির প্রোডাকশন আন্তর্জাতিক মানের করার চেষ্টা করেছি। দর্শক যাতে দুর্দান্ত ভিজ্যুয়াল উপভোগ করতে পারেন।’
উল্লেখ্য, ‘মহাভারত’-এর শেষ থেকে সিনেমাটির গল্প শুরু, যা সমাপ্ত হবে ২৮৯৮ এডি-তে। ‘কল্কি’তে দীপিকা ও প্রভাস ছাড়া অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং কমল হাসান। অমিতাভ বচ্চনের লুক প্রশংসিত হয়েছে সমাজমাধ্যমে। আগামী ২৭ জুন ‘কল্কি’ বড় পর্দায় মুক্তি পাবে।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৪ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৪ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৫ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৫ ঘণ্টা আগে