Ajker Patrika

সাফল্যের শিখর ছুঁয়েও মধ্যবিত্ত জীবনযাপন বিজয় দেবেরাকোন্ডার

আপডেট : ১০ মে ২০২৪, ১১: ৫৩
সাফল্যের শিখর ছুঁয়েও মধ্যবিত্ত জীবনযাপন বিজয় দেবেরাকোন্ডার

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সুপারস্টার হওয়ার পরও তাঁর সাধারণ জীবনযাপন হয়েছে খবরের শিরোনাম। ২০২২ সালে ‘লাইগার’ দিয়ে বলিউডে অভিষেক হয় বিজয়ের। আর সিনেমাটির প্রচারে চপ্পল পরে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। সম্প্রতি জীবনযাপন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন অভিনেতা। সেখানেই জানিয়েছেন মধ্যবিত্ত জীবনযাপনে বিশ্বাসী এই দক্ষিণী তারকা।

ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় জানান, যে পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই পোশাকই বেছে নেন তিনি। প্রায় ৩০ দিন ‘লাইগার’ ছবির প্রচারের কর্মসূচি ছিল। অভিনেতার মতে, প্রতিদিন ভিন্ন পোশাক ও জুতা বাছাইয়ে অনেকটা সময় চলে যায়। তাই হাওয়াই চপ্পলই তাঁর কাছে প্রথম পছন্দ।

কিছুদিন আগে পুরস্কারসংক্রান্ত বিষয়েও শিরোনামে এসেছিলেন বিজয়। নিজের অর্জিত পুরস্কারের প্রতি বিশেষ আকর্ষণ নেই অভিনেতার। কখনো তা নিলামে তোলেন, আবার কখনো সেটি অন্যকে দিয়ে দেন! এমনই অদ্ভুত মনের মানুষ এই অভিনেতা।

বিজয় দেবেরাকোন্ডা। ছবি: ইনস্টাগ্রামসাফল্যের শিখর ছুঁলেও পা সব সময় মাটিতে। আজও মধ্যবিত্ত জীবনযাপনে বিশ্বাসী বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছেন, জীবন পালটে গেলেও এখনো তিনি মধ্যবিত্ত ছেলে। তাঁর কথায়, ‘এখনো শ্যাম্পুর বোতলে পানি ভরে ব্যবহার করার অভ্যাস রয়েছে আমার। শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার আগে যাতে সবটুকু ব্যবহার করতে পারি।’

উল্লেখ্য, গতকাল বিজয় পালন করেছেন ৩৫তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে দুটি নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা। দিল রাজু প্রযোজিত রবি কিরণ কোলার পরিচালনায় অ্যাকশন ঘরানার একটি ছবি করবেন অভিনেতা। অন্য ছবিটিতে রাহুল সংকৃত্যায়নের সঙ্গে জুটি বাঁধছেন বিজয়। সে ছবিটি মূলত পিরিয়ড অ্যাকশন ড্রামা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত