সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, ছয় সদস্যের সংসারের ভার শিশু রাইহানের ওপর
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাবা। পরিবারে বৃদ্ধ দাদি, প্রতিবন্ধী মা-বোনসহ ছোট আরও তিন বোন রয়েছে আবু রাইহানের। সংসারের একমাত্র কর্মক্ষম বাবাকে হারিয়ে ভরণপোষণের দায়ভার এসে পড়েছে ১৩ বছর বয়সী শিশু রাইহানের ওপর। কোমলমতি এই শিশুর কাঁধে সংসারের ভার যেন পাহাড় তোলার সমতুল্য।