
তালেবানের কাবুল দখলের পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো দেশটিতে রাজনৈতিক শূন্যতা পূরণ হয়নি। এর মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দিয়েছে তালেবান। এ তালিকায় রয়েছে পাঁচটি মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, কাবুলের মেয়র ও গভর্নরের মতো পদ।

একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস গতকাল সোমবার কাবুলে তালেবান প্রধান আব্দুল গনি বেরাদরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যখন কাবুল বিমানবন্দরে এক মহাবিশৃঙ্খলার মধ্যে নিজেদের নাগরিক ও মিত্রদের উদ্ধারে বাইডেন প্রশাসনের নাভিশ্বাস অবস্থা।

ভয়াবহ পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হলো। সংকটাপন্ন পরিস্থিতি ও ক্রিকেটারদের মানসিক অবস্থা বিবেচনায় এনে স্থগিত করে দেওয়া হলো সিরিজ।

আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১শে আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে