অনলাইন ডেস্ক
তালেবানের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত বলে আফগানিস্তানের সাবেক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আলোচনার পথও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে সাবেক আফগান সরকারের মুখপাত্র আলী মাইসাম নাজারি। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন।
তালেবান কাবুল দখলের পর থেকেই সেখানকার হাজার হাজার বাসিন্দা পাঞ্জশিরে গিয়ে আশ্রয় নিয়েছেন। সেখানেই তালেবানের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নাজারি।
বার্তা সংস্থা এএফপিও পাঞ্জশির থেকে কিছু ছবি তুলেছে। যেখানে যোদ্ধাদের প্রশিক্ষণ নিতে দেখা গেছে।
তালেবানের কাবুল দখলের মধ্যে দেশত্যাগ করা ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং প্রখ্যাত এক তালেবানবিরোধী যোদ্ধার ছেলে আহমাদ মাসউদের নেতৃত্বে পাঞ্জশিরে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে তালেবান বিরোধী দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের পররাষ্ট্র বিভাগের প্রধান নাজারাই জানান, তাদের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি তালেবান আলোচনায় না বসে তাহলে তাঁদেরকে সারা দেশ থেকে রুখে দেওয়া হবে।
সম্প্রতি আফগানিস্তানের তিনটি জেলা থেকে তালেবান হটিয়ে দিয়েছে সাবেক সরকারের সমর্থকেরা। তাঁরা সঙ্গে দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের প্রধান আহমাদ মাসুদের সঙ্গে যোগাযোগ রাখছে।
এ নিয়ে নাজারি বলেন, মাসুদ এই ধরনের আদেশ দেয়নি কিন্তু তাঁরা আমাদের সঙ্গে আছে। বেশির ভাগ লোকই তালেবান পছন্দ করে না। তাঁদের ক্ষমতা সীমিত।
দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের পররাষ্ট্র বিভাগের প্রধান বলেন, সালেহ এখন পাঞ্জশিরে রয়েছে। সে দেশ ছেড়ে পালায়নি। সালেহ পাকিস্তান এবং তালেবানবিরোধী।
নাজারি জানান, এখন তাদের লক্ষ্যই হচ্ছে পাঞ্জশির এবং এর জনগণকে রক্ষা করা।
তালেবানের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত বলে আফগানিস্তানের সাবেক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আলোচনার পথও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে সাবেক আফগান সরকারের মুখপাত্র আলী মাইসাম নাজারি। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন।
তালেবান কাবুল দখলের পর থেকেই সেখানকার হাজার হাজার বাসিন্দা পাঞ্জশিরে গিয়ে আশ্রয় নিয়েছেন। সেখানেই তালেবানের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নাজারি।
বার্তা সংস্থা এএফপিও পাঞ্জশির থেকে কিছু ছবি তুলেছে। যেখানে যোদ্ধাদের প্রশিক্ষণ নিতে দেখা গেছে।
তালেবানের কাবুল দখলের মধ্যে দেশত্যাগ করা ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং প্রখ্যাত এক তালেবানবিরোধী যোদ্ধার ছেলে আহমাদ মাসউদের নেতৃত্বে পাঞ্জশিরে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে তালেবান বিরোধী দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের পররাষ্ট্র বিভাগের প্রধান নাজারাই জানান, তাদের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি তালেবান আলোচনায় না বসে তাহলে তাঁদেরকে সারা দেশ থেকে রুখে দেওয়া হবে।
সম্প্রতি আফগানিস্তানের তিনটি জেলা থেকে তালেবান হটিয়ে দিয়েছে সাবেক সরকারের সমর্থকেরা। তাঁরা সঙ্গে দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের প্রধান আহমাদ মাসুদের সঙ্গে যোগাযোগ রাখছে।
এ নিয়ে নাজারি বলেন, মাসুদ এই ধরনের আদেশ দেয়নি কিন্তু তাঁরা আমাদের সঙ্গে আছে। বেশির ভাগ লোকই তালেবান পছন্দ করে না। তাঁদের ক্ষমতা সীমিত।
দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের পররাষ্ট্র বিভাগের প্রধান বলেন, সালেহ এখন পাঞ্জশিরে রয়েছে। সে দেশ ছেড়ে পালায়নি। সালেহ পাকিস্তান এবং তালেবানবিরোধী।
নাজারি জানান, এখন তাদের লক্ষ্যই হচ্ছে পাঞ্জশির এবং এর জনগণকে রক্ষা করা।
বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেইন ‘স্টারবাকস’। তবে এই কোম্পানিকে ৫০ মিলিয়ন ডলার (৬০৬ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। এই অর্থ দিতে হবে একজন ডেলিভারি ড্রাইভারকে। কারণ, স্টারবাকসের একটি গরম পানীয়ের ঢাকনা সুরক্ষিত না থাকায় গুরুতরভাবে
২৪ মিনিট আগেইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারের এই হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ‘পাল্টা জবাব দিতে প্রস্তুত’।
১ ঘণ্টা আগেডিজিটাল পেমেন্ট বা কাগুজে মুদ্রার ব্যবহার ছাড়াই লেনদেন ব্যবস্থার জন্য অগ্রগামী ছিল নর্ডিক দেশগুলো। কিন্তু এখন এই দেশগুলোতে ইলেকট্রনিক ব্যাংকিং জাতীয় নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
১ ঘণ্টা আগেসিয়াটলের সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, গত জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের মাঝ আকাশে জরুরি অবতরণের ঘটনা এবং ২০১৮ ও ২০১৯ সালের দুটি ভয়াবহ দুর্ঘটনার কারণে বোয়িংয়ের প্রতি মানুষের আস্থা কমেছে।
২ ঘণ্টা আগে