টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা
‘বিকালে হঠাৎ করি প্যাটোত বিশ (পেট ব্যথা) উঠে। তাড়াতাড়ি ভ্যানোত (ভ্যান) উঠি হাসপাতাল আসি। ভয়, ছিনু ডাক্তার আছে না নাই। কিন্তু হাসপাতালে আসি দেখি ডাক্তার আছে। ২০০ টাকা নিয়া ডাক্তার দেখিল। সরকারি হাসপাতালোত তো টাকা লাগে না। তার পরও টাকা নিল। টাকা নেউক, ডাক্তার তো দেখেবার পারছু।’