নিজের প্রতিষ্ঠানে ডিপসিকের এআই ব্যবহার করছেন ইন্টেলের সাবেক সিইও
ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির পরিবর্তে নিজের স্টার্টআপ ‘গ্লু’–তে ডিপসিকের নতুন রিজনিং মডেল ‘আর১’ ব্যবহার শুরু করেছে ইন্টেলের সাবেক সিইও প্যাট গেলসিঙ্গার। এই ঘটনাটি প্রযুক্তি শিল্পে তোলপাড় সৃষ্টি করেছে।