এমন কোনো পণ্য নেই, যা বাংলাদেশে নকল হয় না: ভোক্তার ডিজি
ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘এমন কোনো পণ্য নেই, যা বাংলাদেশে নকল হয় না। কসমেটিকস থেকে শুরু করে শিশুখাদ্য সবকিছু নকল হচ্ছে। এ নকলগুলো দেশের ভেতরেই হচ্ছে। এ তথ্যগুলো আমাদের দেন, আমরা ব্যবস্থা নেব।’