Ajker Patrika

বাড়িতে হাতির আক্রমণের পর থানায় জিডি করলেন ভুক্তভোগী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২১: ৪২
বাড়িতে হাতির আক্রমণের পর থানায় জিডি করলেন ভুক্তভোগী

দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতির তাণ্ডবে বারবার বসতবাড়ি ও ফসল তছনছ হওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারার মানুষ। হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে অবশেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের এক বাসিন্দা।

আজ শনিবার ভোরের দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহ্ আহমদ চৌধুরী বাড়ির মো. মোজাম্মেল হকের বাড়িতে চড়াও হয় তিনটি হাতি। বাড়ির জানালা ভাঙচুরে ৩৬ হাজার টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে দুপুরে কর্ণফুলী থানায় জিডি করেছেন ক্ষতিগ্রস্তের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

হাতির আক্রমণে ভেঙে গেছে বসতঘরের দেয়ালতবে হাতি তাড়ানোর কোনো সুযোগ নেই জানিয়ে বন বিভাগের বাঁশখালী জলদী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেছেন, ‘ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তদন্তপূর্বক তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘হাতির আক্রমণে বাড়ির ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ক্ষতিগ্রস্ত এক পরিবার। প্রায়ই পাহাড় থেকে ওই এলাকার লোকালয়ে হাতির পাল চলে আসে। এবারও সম্ভবত এসেছে। আমরা বিষয়টি বন বিভাগকেও জানিয়ে রাখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত