ইয়াসির শাহকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০ সদস্যের দলে জায়গা পেয়েছেন ওপেনার ইমাম-উল হক, মিডল অর্ডার ব্যাটার কামরান গুলাম এবং অফ স্পিনার বিলাল আসিফ। এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন হারিস রউফ, ইমরান বাট, ইয়াসির শাহ এবং শাহনেওয়াজ দাহানি।