কার্ড থাকলেও টিসিবির পণ্য পাননি ২৫০ জন
দুই দিন ঘুরেও পণ্য কিনতে না পারা, একই ব্যক্তির নামে একাধিক কার্ড, কার্ড থাকলেও তালিকায় নাম না থাকা ও ভুয়া কার্ড দেওয়াসহ নানা রকম অব্যবস্থাপনায় চারঘাটে টিসিবির পণ্য বিক্রির দ্বিতীয় দিন শেষ হয়েছে। অনেক সুবিধাভোগী পণ্য কিনতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন।