মোস্তাফিজ-হৃদয়দের লঙ্কা লিগের ম্যাচ দেখবেন কোথায়
ডাম্বুলা সিক্সার্সের হয়ে ২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শুরুটা ভালো হয়নি মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়ের। মোস্তাফিজ-হৃদয়ের দল আজ বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলবে জাফনা কিংসের বিপক্ষে। একই দিন রাতে বাংলাদেশের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স মুখোমুখি হবে গল মার্ভেলসের।