অমর একুশে বইমেলা: শিশুপ্রহরের রেশ সন্ধ্যায়ও
ছুটির দিন, তাই সকাল থেকেই শুরু হয় ভিড়। বিকেলে দেখা যায়, শাহবাগ মোড় থেকে টিএসসি পর্যন্ত সড়ক যানজটে স্থবির। ফুটপাতেও বইমেলামুখী মানুষের ঢল। শিশু-কিশোর, যুবা-বৃদ্ধ—সবাই সেই দলে। মেলার প্রাঙ্গণেও বইপ্রেমী ও দর্শনার্থীর ঢল।