মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: কে হবেন কমলা হ্যারিসের রানিং মেট
ধারণা করা হচ্ছ, কমলা হ্যারিসই হতে যাচ্ছেন প্রেসিডেন্ট পদে প্রার্থী। সেই সম্মেলনে ঘোষণা করা হবে রানিং মেটের নামও। যেসব ডেমোক্র্যাট নেতা কমলার রানিং মেট হতে পারেন, তাঁদের মধ্যে রয় কুপার, জশ শ্যাপিরো ও মার্ক কেলি উল্লেখযোগ্য। এ ছাড়া অ্যান্ডি বেশিয়ার, জে বি প্রিৎজকার, পিট বুটিগিয়েগ, গ্রেচেন হুইটমার, গেভ