লাকী আখান্দ্
‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মা মুনিয়া’, ‘বিতৃষ্ণা জীবনে আমার’, ‘কী করে বললে তুমি’—এই গানগুলো উপহার দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সুরকার, গায়ক লাকী আখান্দ্। বাংলা সংগীতের জগতে তিনি সৃষ্টি করেছেন অসংখ্য নন্দিত গান।