জিয়া রণাঙ্গনে যুদ্ধ করেন আর তাঁর স্ত্রী-পুত্ররা ক্যান্টনমেন্টে আদরে থাকে কীভাবে : তথ্যমন্ত্রী
মুক্তিযোদ্ধারা কারো বাড়ি একবেলা ভাত খেয়েছে, সে অপরাধে সে বাড়ির বয়স্ক পুরুষদের ধরে নিয়ে গেছে, নির্যাতন করেছে, এমনকি মেরেও ফেলেছে। আর জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেন আর তাঁর স্ত্রী-পুত্ররা পাকিস্তানিদের ক্যান্টনমেন্টে একেবারে নতুন বউয়ের আদরে থাকে এটি কি কখনও সম্ভব? এটি কখনও সম্ভব নয়