প্রতিনিধি
ময়মনসিংহ: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে এক আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও লাঠিপেটা করে পুলিশ। পাল্টা ইটপাটকেল ছোড়ে ছাত্রদলের নেতা–কর্মীরা। এতে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ি দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। এ সময় আটজনকে গ্রেপ্তার এবং ২০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, ওসি (অপারেশন) ওয়াজেদ আলী, পুলিশ সদস্য চাঁন মিয়াসহ কমপক্ষে ১০ পুলিশ। ছাত্রদলের নেতা–কর্মীদের মধ্যে আহত হয়েছেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাজেদুর রহমান রুমন, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নাইমুল করিম লুইম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমদ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আলম রাজু, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, উত্তর জেলার সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, সহসভাপতি সাইফুজ্জামান সরকার শাওন, আনন্দ মোহন কলেজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রনেতা মোমেনসহ কমপক্ষে ১৫ জন নেতা–কর্মী।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেন, চরকালী বাড়ি এলাকায় করোনা নিষেধাজ্ঞা ভঙ্গ করে ছাত্রদল সমাবেশ করছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বিনা উসকানিতে তাদের নেতা–কর্মীরা পুলিশের ওপর হামলা করেন। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
তবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাজেদুল ইসলাম রুমন বলেন, ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বাকৃবি ছাত্রদলের উদ্যোগে দক্ষিণ চরকালিবাড়ি এলাকার একটি মাঠে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মহানগরের বাইরে অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি ছিল। কিন্তু পুলিশ বিনা উসকানিতে হামলা করে সভা পণ্ড করে দেয়। নেতা–কর্মীদের ওপর গুলিবর্ষণ ও ব্যাপক লাঠিপেটা করে। এতে ছাত্রদলের অনেক নেতা–কর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১৫ জনের মতো।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, সরকারের পেটোয়া বাহিনী যতই নিপীড়ন-নির্যাতন করুক না কেন ছাত্র-জনতার নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবেই ইনশা আল্লাহ।
ময়মনসিংহ: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে এক আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও লাঠিপেটা করে পুলিশ। পাল্টা ইটপাটকেল ছোড়ে ছাত্রদলের নেতা–কর্মীরা। এতে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ি দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। এ সময় আটজনকে গ্রেপ্তার এবং ২০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, ওসি (অপারেশন) ওয়াজেদ আলী, পুলিশ সদস্য চাঁন মিয়াসহ কমপক্ষে ১০ পুলিশ। ছাত্রদলের নেতা–কর্মীদের মধ্যে আহত হয়েছেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাজেদুর রহমান রুমন, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নাইমুল করিম লুইম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমদ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আলম রাজু, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, উত্তর জেলার সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, সহসভাপতি সাইফুজ্জামান সরকার শাওন, আনন্দ মোহন কলেজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রনেতা মোমেনসহ কমপক্ষে ১৫ জন নেতা–কর্মী।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেন, চরকালী বাড়ি এলাকায় করোনা নিষেধাজ্ঞা ভঙ্গ করে ছাত্রদল সমাবেশ করছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বিনা উসকানিতে তাদের নেতা–কর্মীরা পুলিশের ওপর হামলা করেন। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
তবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাজেদুল ইসলাম রুমন বলেন, ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বাকৃবি ছাত্রদলের উদ্যোগে দক্ষিণ চরকালিবাড়ি এলাকার একটি মাঠে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মহানগরের বাইরে অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি ছিল। কিন্তু পুলিশ বিনা উসকানিতে হামলা করে সভা পণ্ড করে দেয়। নেতা–কর্মীদের ওপর গুলিবর্ষণ ও ব্যাপক লাঠিপেটা করে। এতে ছাত্রদলের অনেক নেতা–কর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১৫ জনের মতো।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, সরকারের পেটোয়া বাহিনী যতই নিপীড়ন-নির্যাতন করুক না কেন ছাত্র-জনতার নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবেই ইনশা আল্লাহ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাছে নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজ, জাহিদুল ভূঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া।
১ ঘণ্টা আগে