২৫ ভাগ মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ২৫ শতাংশ দুই ডোজ করোনার টিকা পেয়েছেন। প্রায় ৫ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। ৭০-৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া গেলে পুরো দেশেই সংক্রমণ নিয়ন্ত্রণে এসে যায়। যে পরিমাণ ডোজ অর্ডার দেওয়া হয়েছে, তা ৭০-৮০ শতাংশ মানুষকে দেওয়া যাবে।