সরকারি দল হওয়ার এত আত্মবিশ্বাস তো নির্বাচনে আসেন না কেন— জামায়াতকে প্রশ্ন সালাহউদ্দিনের
জামায়াতসহ সাতটি দলের কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘কাদের নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপৎ সঙ্গী হিসেবে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে, আমি নাম নিলে তো আবার অসুবিধা। ২০২৪ সালে ৭ জানুয়ারি “আমি-ডামি” নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সাতটা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন।’