দেশকে আমাদের আওয়ামীক্রেসি থেকে মুক্ত করতে হবে: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশে এখন ডেমোক্রেসি নেই, এখন চলছে আওয়ামীক্রেসি। কারণ, এই সরকার জনগণের জন্য কাজ করছে না, তারা কাজ করছে আওয়ামী লীগের জন্য। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা আওয়ামী লীগের প্রভাব মুক্ত হতে পারছেন না। দেশকে আমাদের আওয়ামীক্রেসি থেকে মুক্ত করতে হবে।’