Ajker Patrika

‘যদি দালালি করতেই হয়, তাহলে জাপাকে দিতে হবে ১০০ আসন, ১০ মন্ত্রী’

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯: ৪৪
‘যদি দালালি করতেই হয়, তাহলে জাপাকে দিতে হবে ১০০ আসন, ১০ মন্ত্রী’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে জোট করে কিংবা পাতানো নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না। মানুষ জাতীয় পার্টিকে দালাল পার্টি বলে। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে জাতীয় পার্টিকে দালালি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে সিঁড়ি বানানো যাবে না। আর যদি দালালি করতেই হয়, তাহলে জাতীয় পার্টিকে ১০০ আসন, ১০ জন মন্ত্রী এবং রংপুরের ২২টি আসন দিতে হবে। না হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না। 

চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ সভায় গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজার রহমান এসব কথা বলেন। 
মেয়র মোস্তাফিজার বলেন, ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় মিটিংয়ে ৬৮ জন বক্তব্য দিয়েছেন, সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন। কেউ আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিতে চান না। 

ভোট বৈধ ও গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে চায় মন্তব্য করে মোস্তাফিজার রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটের ভোট রয়েছে। সেই সঙ্গে জামায়াতের কিছু ভোট রয়েছে। এর মধ্যেই চার ভোটব্যাংকের পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না। ভোটকে বৈধ ও গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে চায়। এজন্য এই মুহূর্তে জাতীয় পার্টির গুরুত্ব অনেক। তাই ভেবেচিন্তে দলের চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন। 

নির্বাচন কমিশন নিয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, যে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

জাতীয় পার্টিকে এই সরকার গিলে খেয়েছে মন্তব্য করে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, ‘আওয়ামী লীগ একটি বেইমান দল, আওয়ামী লীগ মুনাফেক দল, আমরা এই মুনাফেক-বেইমান দলের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত